প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ন
শেষ ৩ ওভারে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ঝড় তুলে কুমিল্লাকে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছেন। শেষের রোমাঞ্চে ফরচুন বরিশালের সামনে ৬ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে কুমিল্লা। প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে তামিম ইকবালের বরিশালের দরকার ১৫৫ রান।
রানটা আরও বেশি হতে পারতো। ডেথ ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের দারুণ বোলিংয়ে সুবিধা করতে পারেননি রাসেল। ইনিংসের শেষ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন বরিশালের এই ডানহাতি পেসার।
আজ শুক্রবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের মাথায় জীবন পান কুমিল্লার ওপেনার সুনিল নারিন। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে কাইল মায়ার্সের বলে থার্ডম্যান অঞ্চলে ক্যাচ তুলে দেন তিনি। সেখানে ফিল্ডিং করা ওবেদ ম্যাকয় সহজ ক্যাচটি ফেলে দেন।
তবে জীবন কাজে লাগাতে পারেননি নারিন। মাত্র ১ রান যোগ করে (৪ বলে ৫) মায়ার্সের বলে সেই ম্যাকয়ের হাতেই ধরা পড়েন ক্যারিবীয় ব্যাটার।
পরের তিন ব্যাটারও রান পাননি। ১০ বলে ১৫ রান করে জেমন ফুলারের বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ হয়ে ফেরত যান তাওহিদ হৃদয়। ১২ বলে ১৬ রান করা কুমিল্লার অধিনায়ক লিটন দাস।