প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:০৭ অপরাহ্ন
ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া প্রদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। তাকে আটক করে আগামী ৬ মার্চের মধ্যে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এ রায় দেয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনিয়র প্রসিকিউশন অফিসার অমরনাথ তিওয়ারি জানিয়েছেন, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য কেমারি এবং সোয়ার থানায় রামপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়।
এই অভিযোগ দায়েরের পর একাধিকবার জয়া প্রদাকে হাজিরার নির্দেশ দেয় বিশেষ এমপি এমএলএ কোর্ট। তবে জয়া প্রদা হাজিরা দেননি। আর তাই তার বিরুদ্ধে মোট ৭ বার জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি হয়। তবে তার পরেও তাকে আদালতে হাজির করতে পারেনি পুলিশ।
পুলিশ আদালতে জানিয়েছেন, জয়া প্রদা বারবার গ্রেপ্তারি এড়িয়ে যাচ্ছেন। তার সবকটি ফোন সুইচ অফ আসছে বারবার। মঙ্গলবার এই বিষয়টি আদালতে উঠে বিচারক শোভিত বনসল জয়াপ্রদাকে পলাতক ঘোষণা করেন। রামপুরের পুলিশ সুপারকে বিচারক নির্দেশ দেন আগামী ৬ মার্চের মধ্যে জয়াপ্রদাকে গ্রেপ্তারি করে আদালতে হাজির করতে হবে।
এর আগেও একাধিকবার জয়প্রদার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। ভারতের এক সিনেমা হলের কর্মীদের করা মামলায় তার জেল জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া ২০০৬ সালে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল।