শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
‘কাউকে শিক্ষিত করার জন্য আমি বই লিখিনি’
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৪ অপরাহ্ন

কয়েকদিন আগে বইমেলা থেকে বিতাড়িত হওয়ার পর আজ আবার বইমেলায় গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও অভিনেত্রী রিয়া মণি। 

এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় হিরো আলম জানান যে বইটি এবারের বই মেলায় এসেছে সেটি তিনি লেখেননি। বইটি একটি সম্পাদিত বই। বইটি সম্পাদনা করেছেন রাব্বুল ইসলাম খান।

তিনি বলেন, কাউকে শিক্ষিত করার জন্য বই আমি লিখিনি। এতে আমার দেয়া সব রাজনীতি জীবন নিয়ে , আমার জীবন নিয়ে দেয়া সাক্ষাৎকার গুলো রয়েছে।

এছাড়া রিয়া মণির সঙ্গে হিরো আলমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রিয়ার সঙ্গে আমার যে সম্পর্ক তা বৈধ।

এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বের করে দেন শতাধিক দর্শনার্থী। বইমেলা থেকে বিতাড়িতের ঘটনায় অভিযোগ দিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন তিনি।

ডিবি কার্যালয় থেকে বের হয়ে এ বিষয়ে হিরো আলম বলেন, ‘একজন মানুষকে কোনো জায়গা থেকে বের করে দেওয়ার অধিকার কেউ রাখে না। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, বইমেলায় আমাকে ভুয়া বলে দুয়োধ্বনি দিয়ে অপমান করা হয়েছে। সে জন্য আমি ডিবি কার্যালয়ে এসেছি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft