প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ২০২৮ সালের মধ্যে দেশের সব ম্যানুয়েল ইটভাটা বন্ধ করে পরিবেশবান্ধব ব্লক ইটভাটায় রূপান্তর করা হবে। এর ফলে ফসলি ও কৃষি জমির মাটির ক্ষতি করতে পারবে না কেউ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান মন্ত্রী।
এসময় তিনি আরো বলেন, ‘আমাদের ১০০ দিনের একটি কর্মসূচি আছে। এর মধ্যে আমরা প্রাথমিকভাবে ৫০০ অবৈধ ইটভাটা একেবারেই বন্ধ করে দিব। এগুলো যাতে পরে আর খুলতে না পারে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।’
নদী দখল ও দূষণের বিষয়ে অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘সরকার জলাধার রক্ষায় ডিজিটাল ম্যাপিং করছে। এর মাধ্যমে আমাদের সবগুলো, নদী, জমি, খাল ও জলাধার সম্পর্কে সুনিশ্চিত হতে পারব। এরপর এর মনিটরিং ভালোভাবে করতে পারব।’