প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০৯ অপরাহ্ন
গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি ঘোষণার দিনই জানানো হয়েছিল বিদায়ি দুই নির্বাচককেও অন্য কোনো ভূমিকায় রেখে দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি সেদিন বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে জানিয়েছিলেন, বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়কের জন্য খোঁজা হচ্ছে জুতসই বিভাগ, পদ এবং পদবিও।
অবশেষে তাঁদের কাজের জায়গা নির্ধারণ করা হয়েছে বলেও জানা গেছে। যত দূর খবর, বিশেষ পদ তৈরি করে মিনহাজুলকে বসানো হচ্ছে বিসিবির টুর্নামেন্ট কমিটিতে।
আর হাবিবুল যাচ্ছেন মেয়েদের ক্রিকেটে। এটি তাঁর জন্য পুরনো জায়গায় ফেরাও। কারণ নির্বাচক হিসেবে তাঁর ক্যারিয়ারই শুরু হয়েছিল মেয়েদের ক্রিকেট দিয়ে। এবারও হাবিবুল পেতে চলেছেন গুরুদায়িত্বই।
যদিও বিসিবির সঙ্গে আলোচনার আগ পর্যন্ত বিস্তারিত তেমন কিছুই জানা নেই তাঁর। গতকাল শুধু বললেন, ‘বিসিবির নারী ক্রিকেট কমিটিতে কাজ করার প্রস্তাব পেয়েছি। আগামীকাল (আজ) এটি নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। গেলেই বুঝতে পারব কোন ভূমিকায় কাজ করতে হবে আমাকে।