শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
মারা গেছেন আমিরের ‘দঙ্গল’ কন্যা সুহানি
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন

মারা গেছেন ভারতীয় অভিনেত্রী সুহানি ভাটনাগর। আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় তিনি ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রটি তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, আজ শনিবার সকালে দিল্লিতে মৃত্যু হয়েছে সুহানির। মাত্র ১৯ বছরের জীবন প্রদীপ নিভে গেল এই কিশোরী অভিনেত্রীর। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত জানা যায়নি। 

জানা যায়, কয়েকদিন আগেই পা ভেঙে গিয়েছিল অভিনেত্রী সুহানির। তার চিকিৎসাও চলছিল। এজন্য বেশি কিছু ওষুধ খেতে হতো সুহানিকে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার শরীরে তরল পদার্থ জমা হতে শুরু করেছিল। প্রাথমিকভাবে একেই মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। 

উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত সিনেমা দঙ্গল। ক্রীড়ানির্ভর এই বায়োপিকে আমির ছিলেন মহাবীর সিং ফোগাতের চরিত্রে। যিনি একজন অপেশাদার কুস্তিগীর এবং তাঁর কন্যা গীতা ফোগাত ও ববিতা কুমারীকে বিশ্বমানের নারী কুস্তিগীর হওয়ার জন্য প্রশিক্ষণ দেন। 

সিনেমাটিতে দুই বোনের বড়বেলার চরিত্রে ছিলেন ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। তাদের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি ভাটনাগর ও জাইরা ওয়াসিম।

সিনেমাটি মুক্তির পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন সুহানি। লেখাপড়ায় মন দিয়েছিলেন তিনি। ইচ্ছে ছিল পড়াশোনা শেষে আবারও অভিনয়ে ফিরবেন। সেই ইচ্ছা অধরাই রয়ে গেল। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft