মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
নতুন দায়িত্ব পাচ্ছেন নান্নু-বাশার
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

গতকাল অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় নেয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত। সাকিব আল হাসানের বদলে তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই পূর্নকালীন নতুন অধিনায়ক নিয়োগ দিয়েছে বোর্ড। এছাড়াও আগামী ১ বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে দীর্ঘ সময় পর জাতীয় দলের নির্বাচক পদে এসেছে পরিবর্তন।

তিন ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশ জাতীয় দলের পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। আর জাতীয় দলের প্রধান নির্বাচক পদেও এসেছে পরিবর্তন। মিনহাজুল আবেদীন নান্নুর পরিবর্তে নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপুকে।

একই সঙ্গে জাতীয় দলের আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের পরিবর্তে নতুন করে দায়িত্ব পেয়েছেন হান্নান সরকার। নির্বাচক হিসেবে স্ব-পদে বহাল থাকছেন আব্দুর রাজ্জাক। এদিকে জাতীয় দলের নির্বাচকে দায়িত্ব হারালে বিসিবিতেই থাকছেন নান্নু-বাশার জুটি।

নির্বাচক হিসেবে নিজেদের মেয়াদে যা করেছেন তার জন্য এই দুজনকেই প্রশংসা করেছে বিসিবি। এ কারণেই এই জুটিকে ছাড়তে চায় না বোর্ড। ফলে নতুন ভূমিকায় এই দুজনকে দেখা যাবে বলেও জানিয়েছে ক্রিকেট বোর্ড।

গতকাল সভা শেষে গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,‘আমরা অ্যাপ্রিশিয়েট করেছি তাদের (নান্নু-বাশার) কন্ট্রিবিউশন। আমরা সকলেই একবাক্যে স্বীকার করেছে যে, আমরা তাদের কাজ নিয়ে ভীষণ সন্তুষ্ট। কিন্তু আমরা তাদের হারাতেও চাই না, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে বোর্ডের অন্য কোনো উপযুক্ত পদে আমাদের সঙ্গে রাখব।'  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft