প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
বিয়ের আগে বাবার পদবী ব্যবহার করে নারীরা। বিয়ের পর পরিচিত হয় স্বামীর পরিচয়ে। এখানেই ব্যতিক্রম টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ের পরও ধরে রেখেছেন বাবার পদবী। রীতি অনুযায়ী স্বামীর সঙ্গে মিলিয়ে ‘চক্রবর্তী’ যোগ করেননি। এবার জানালেন তার কারণ।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছিলেন, “আমি চিরকাল সেনগুপ্ত ছিলাম এবং সেনগুপ্তই থাকব। এটা আমার জন্মের সময়কার পদবী। কিছু কিছু সরকারি নথিতে যদিও আমার চক্রবর্তী পদবীটাই ব্যবহার করা আছে। তবে সিনেমায় আমাকে পরিচিতি দিয়েছে এই সেনগুপ্ত পদবী। তাই একে আমি কোনওদিনই নিজের থেকে আলাদা করতে পারব না।”
১৯৯৯ সালে ছোটবেলার বন্ধু সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেন ঋতুপর্ণা। মুন্সিগঞ্জে বিয়ে করেছিলেন তারা। সঞ্জয় এখন একজন সফল ব্যবসায়ী। থাকেন সিঙ্গাপুরে। এদিকে ঋতুপর্ণার কর্মক্ষেত্র মূলত কলকাতাই। তাই সিঙ্গাপুর-কলকাতা যাতায়াত করতে হয় অভিনেত্রীকে। সমানতালে সামলান সংসার-কর্মজীবন।
নতুন বছরও ঋতুপর্ণার ব্যস্ততার বাটখারা বেশ ওজনদায়ক। এ বছর তাকে দেখা যাবে ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবিতে। এটি নির্মাণ করবেন সায়ন্তন ঘোষাল। এছাড়াও সেরেছেন ‘পুরাতন’ নামের একটি ছবির কাজ।