প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩০ অপরাহ্ন
চলতি মাসে এখন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ধরে) যা ছয় হাজার ৯৪৮ কোটি টাকা।
দিনে আসছে ৭ কোটি ডলার বা ৭৭০ কোটি টাকা। তবে এক টাকাও রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১৩টি। রোববার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ১৩ লাখ ৯০ হাজার ডলার পৌঁছেছে।
কোনও রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১৩টি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ব্যাংক, মেঘনা ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং বিদেশি খাতের ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক।
চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার বা ২৩ হাজার ১০০ কোটি টাকার বেশি প্রবাসী আয় এসেছে। বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরের পুরো সময়ে আসে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার। স্থানীয় মুদ্রায় যা ২১ হাজার ৮০০ কোটি টাকার বেশি।