বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল গঠনের দাবি
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৩৩ অপরাহ্ন

সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন হয়।

 বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সহ-সভাপতি হাছিব আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবের সঞ্চালনায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক জান্নাত নিপু, পাঠচক্র বিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম, অর্থ সম্পাদক জান্নাত পায়েল প্রমুখ। এসময় কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু।

বক্তারা বলেন, দেশের সুপরিচিত বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের মতো ঘটনায় ন্যাক্কারজনক। বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞান চর্চার স্থান সেখানে গণধর্ষণের মতো ঘটনা এটাই প্রমাণ করে যে এই নিপীড়কদের হাতে সারা দেশ অরক্ষিত। বিভিন্ন মিডিয়ায় এসেছে ওই ঘটনার প্রধান অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সঙ্গে জড়িত ছিল যা ধামাচাপা দেওয়া হয়েছে। 

এমন একজন চিহ্নিত সন্ত্রাসী কীভাবে বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে তার অপরাধ কার্যক্রম চালিয়ে যেতে পারলেন? ছাত্রলীগের রাজনৈতিক ছত্রছায়ায় থেকেই এসব অপকর্ম চালিয়ে যেতে পেরেছেন। 

তাই শুধু দুই একজন অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দিয়েই দেশ থেকে ধর্ষণ, মাদক কারবারি, হল দখল নিয়ন্ত্রণ করা যাবে না। এসকল অপকর্মের রাজনৈতিক ক্ষমতার উৎসকে চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft