প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ন
দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে র্যাব নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে বলে জানিয়েছেন এলিট ফোর্সটির মহাপরিচালক খুরশীদ হোসেন। এছাড়া পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। র্যাব সদর দফতরে এই সাক্ষাৎ হয়।
র্যাবের মহাপরিচালক বলেন, র্যাব ফোর্সেস আগের মতো ভবিষ্যতেও মাদকদ্রব্য উদ্ধার ও পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে র্যাব নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে।
খুরশীদ হোসেন বলেন, র্যাব ও সাংবাদিক একে অপরের পরিপূরক। র্যাব এবং সাংবাদিকদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে জঙ্গি দমন, মাদক উদ্ধার, হত্যাকারী, ডাকাত, অপহরণকারী ও চাঁদাবাজসহ যেকোনো অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব।
এসময় র্যাব মহাপরিচালক ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্র্যাব নেতৃবৃন্দও ক্র্যাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।