শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
ফোডেনের হ্যাটট্রিকে ভর করে ম্যানসিটির বড় জয়
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৫২ অপরাহ্ন

চলতি মৌসুমে ফিল ফোডেন কতটা দুর্দান্ত ছিলেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলার দেওয়া বক্তব্যে সেটা স্পষ্ট হয়েছে। মাঠে নিজের দক্ষতা দেখিয়েছেন ফোডেন। দলকে একাই জয় এনে দিয়েছেন তিনি। ইংলিশ এই মিডফিল্ডারের হ্যাটট্রিকে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

এই জয়ে পয়েন্ট টেবিলেও এক ধাপ সামনে এগিয়ে গেছে ম্যানসিটি। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে পেপ গার্দিওলার শিষ্যরা। গত রোববার রাতে শীর্ষে থাকা লিভারপুলকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠেছিল আর্সেনাল। একদিন পরই আর্সেনালকে তিনে নামিয়ে নিজেদের জায়গা পূনরায় দখলে নিয়েছে সিটি।

টেবিলের শীর্ষে আছে লিভারপুল। অলরেডদের পয়েন্ট ৫১। অপরদিকে ম্যানসিটি ও আর্সেনালের পয়েন্ট সমান ৪৯। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে টেবিলে এক ধাপ উপরে সিটি।

গতকাল প্রতিপক্ষের ঘরের মাঠে ম্যাচের ২১ মিনিটে পিছিয়ে পড়েছিল সিটি। আক্রমন, পাল্টা আক্রণের পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে সমতায় ফেরান ফোডেন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে করেন আরও দুটি গোল। ফোডেনের দ্বিতীয় গোলটি ছিল ম্যাচের ৫৩ মিনিটে। আর বাকি গোলটি ইংলিশ মিডফিল্ডার করেছেন ৭০ মিনিটে।

যদিও প্রথম গোল হজমের কিছুক্ষণ পরই গোল করার সুযোগ পেয়েছিলেন আর্লিং হালান্ড। তবে সুযোগটি হাতছাড়া করেছেন নরওয়েজিয়ান তরুণ। হালান্ডের শট করা বলটি পা দিয়ে ফিরিয়ে দিয়েছেন ব্রেন্টফোর্ডের গোলরক্ষক ফ্লিকেন। গোলরক্ষকের পা থেকে বল ফিরে আসলে সেটা পান ম্যানসিটির ডিফেন্ডার জোস্কা গারডিয়াল। তবে তিনিও গোল করতে পারেননি।

ম্যানসিটি প্রথম গোলটি পায় ১৭ বারের চেষ্টায়। মাথা থেকে বল নামিয়ে বাঁপায়ের দুর্দান্ত শটে ব্রেন্টফোর্ডের জালে বল জমা করেন তিনি। দ্বিতীয় গোলে ফোডেনকে অ্যাসিস্ট করেছিলেন বেলজিয়ামের তারকা কেভিন ডি ব্রুইনা। তার ক্রস থেকে বল পেয়ে গোল করেন ফোডেন। ম্যাচের ৭০ মিনিটে হালান্ডের সঙ্গে বল চালাচালি করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইংলিশ মিডফিল্ডার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft