প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
গতকাল শনিবার আরব নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা আল-দুহাইলান জানান, প্রথমবারের মতো বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব।
দেশটির এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
সাক্ষাৎকারে সৌদি রাষ্ট্রদূত ইসা আল-দুহাইলান আরো জানান, দুই বছর আগে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় সৌদি আরব সরকার বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের কাজে নিয়োগের সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কোনো চিকিৎসাকর্মী নিয়োগ করেনি। তবে বর্তমানে আমরা তাদের নিয়োগ শুরু করেছি। কারণ তারা ইতোমধ্যে আমাদের মানদণ্ডে পৌঁছেছে। এই সংখ্যা ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে লাফিয়ে লাফিয়ে বাড়বে। এটা কেবল বাজারকে শুরু করার প্রক্রিয়া এবং কেমন চলে তা দেখার জন্য।’
রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল গত বছর দুবার বাংলাদেশ সফর করেছে। তারা আরও চিকিৎসাকর্মী নিয়োগের জন্য বাংলাদেশ সফর অব্যাহত রাখবে। সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করতে যাওয়া পরবর্তী দলে নার্সরাও থাকবে।’
এ বিষয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম সাংবাদিকদের বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ আমাদের ১৫০ জনেরও বেশি প্রশিক্ষিত নার্স পাঠাতে বলেছিল। আমাদের মন্ত্রণালয় এখন শর্তগুলো যাচাই-বাছাই করছে। বাংলাদেশি নার্সদের কোথায় নিয়োগ দেওয়া হবে, তারা সরকারি হাসপাতাল বা বেসরকারি স্বাস্থ্য সুবিধায় নিয়োগ পাবে কি না ইত্যাদি বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু এটা নতুন খাত, তাই সরকার এখন চিকিৎসকদের নিয়োগের জন্য ব্যবস্থাপনা গড়ে তুলছে।’
খায়রুল আলম আরও বলেন, ‘আমরা সৌদি আরবের সর্বশেষ এ পদক্ষেপ তথা বাংলাদেশি স্বাস্থ্য খাতের কর্মী নিয়োগের বিষয়টিকে স্বাগত জানাই।’