প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
অ্যাপলের জনপ্রিয় সিরিজ আইফোন ১৫। এই ফোন বাজারে আসার প্রথম দিন থেকেই কেনার জন্য মানুষদের মধ্যে উৎসাহ দেখা গেছে। অ্যাপল স্টোরের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে বহু প্রতীক্ষিত মোবাইল হাতে পেয়েছেন, এমন মানুষের অভাব নেই। এই সিরিজের উল্লেখযোগ্য বিষয় হল, ইউএসবি-সি চার্জিং পোর্ট যা এতদিন আইফোনের অন্যকোনও মডেলে দেখা যায়নি।
আইফোনের নতুন ফিচারে অবশ্য একটি অসুবিধার বিষয় সামনে এসেছে। বেশকিছু সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ব্যবহারকারীরা অ্যানড্রয়েড ফোনে সি টাইপ চার্জার দিয়ে অ্যাপেলের ফোন চার্জ করলে ডিভাইস অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে! বহু ব্যবহারকারীই এই অভিযোগ করছেন। বিশেষজ্ঞদের কথায়, মোবাইল অতিরিক্ত গরম হয়ে গেলে, তা ব্যাটারির ক্ষতি করে।
এই সমস্যার কথা সামনে আসার পরই বহু অ্যাপেল স্টোরেই সতর্কবাণী চোখে পড়েছে। তাতে লেখা, 'কখনওই অ্যানড্রয়েড চার্জার দিয়ে আইফোন চার্জ দেবেন না'। এখন প্রশ্ন হল, কেন অ্যানড্রয়েডের চার্জারে চার্জ দিলে আইফোন গরম হয়ে যাচ্ছে?
বিশেষজ্ঞদের অনেকের মতে, দুই ইন্টারফেসে চার্জিং পয়েন্ট আলাদা। ভিন্ন পিন ব্যবস্থার কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। যদিও অ্যাপেলের তরফে আনুষ্ঠানিকভাবে এখনই কিছু জানানো হয়নি।
ব্যবহারকারীদের মধ্যে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের দাবি, অ্যাপেল নিজেদের চার্জার বিক্রি করার জন্যই এমন স্ট্র্যাটেজি নিয়েছে। কারণ অ্যাপেলের ইউএসবি পাওয়ার অ্যাডাপ্টার আলাদা করে কিনতে হচ্ছে।