প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক অভিযানে ৯৪ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়েছে। এসময় আরো আটক হয়েছে ৫ শ ৩০ জন অভিবাসী।
স্থানীয় সময় গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করা হয়।
এক বিবৃতিতে এসব তথ্য জানান সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন।
বিবৃতিতে তিনি বলেন, ‘এই অভিযানে ৫শ ৪ জন পুরুষ ও ২৬ জন নারীকে আটক করা হয়েছে। এই পুরুষ আর নারী মিলিয়ে মোট ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি মিয়ানমারের নাগরিক। এরপর বাংলাদেশের নাগরিকরা রয়েছেন।