বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
মিয়ানমার ফিরে যেতে রোহিঙ্গাদের নতুন কর্মসূচি
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৩১ অপরাহ্ন

মিয়ানমারে ফিরে যেতে কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গারা আজ শুক্রবার সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে সমাবেশ কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির অংশ হিসেবে তারা নিজেদের উদ্যোগে ক্যাম্পের মধ্যে শত শত নারী-পুরুষদের নিয়ে সমাবেশের আয়োজন করে।

সমাবেশে রোহিঙ্গা নেতা মাস্টার মুসা বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত হওয়ার পর নিপীড়নের মুখে বাংলাদেশে আমরা আশ্রয় পাই। সেজন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায়। আমাদের নিজ দেশ মিয়ানমার ফিরে যেতে চাই। মর্যাদার সঙ্গে আমরা নিজেরা একত্রিত হয়ে প্রত্যাবাসনের দাবি জানাচ্ছি। সব ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে এ বার্তা ছড়িয়ে দেবো। আমাদের অধিকার ফিরে পেতে চাই।

উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, রোহিঙ্গাদের এ সমাবেশ ইতিবাচক দিক। রোহিঙ্গারা একটি ভালো উদ্যোগ গ্রহণ করেছে। আমরা এটিকে স্বাগত জানাই।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, উখিয়ার কুতুপালং লাম্বাশিয়ায় রোহিঙ্গাদের সংগঠন ফর্সিবিলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ কমিটি'র উদ্যোগে শুক্রবার সকালে একটি সমাবেশ হয়েছে।

এ সমাবেশ থেকে তাদের দাবি ছিল তারা দ্রুত মিয়ানমার ফিরে যেতে চাই। এ লক্ষ্যে তারা নিজ উদ্যোগে ক্যাম্পে প্রচারণা শুরু করেন। পরে দুপুর ১টার দিকে এ সমাবেশ শেষ হয় বলে তিনি জানান। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft