শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
বিএনপি নিজেরাই তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে: কাদের
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘তাদের (বিএনপি) আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি। এখন বিএনপি একটি দল, তার প্রাসঙ্গিকতা নিজেরাই হারিয়ে ফেলেছে। এখানে আমাদের কিছু বলার নেই।’

অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সারা দুনিয়ায় সবাই নিজেদের নিয়ে ব্যস্ত আছে। যুক্তরাষ্ট্রও চ্যালেঞ্জের মুখে আছে। একদিকে, মধ্যপ্রাচ্যে তারা ইসরায়েলকে সামলাতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে, আবার লোহিত সাগরে হুতিদের সঙ্গে সংঘাত হচ্ছে। ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো জাহাজের চলাচল হুতিরা বন্ধ করে দিয়েছে। এ যাত্রাটা বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য আরেকটা সংকট সৃষ্টি করেছে। এ ছাড়া ইউরোপের দেশে দেশে কৃষকরা দ্রব্যমূল্যের জন্য এবং তাদের যন্ত্রপাতির মূল্যবৃদ্ধির ফলে রাস্তায় নেমেছে। ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি। যুক্তরাষ্ট্র নিজেদের নানান চ্যালেঞ্জ মোকাবিলা করতে ব্যস্ত। বাংলাদেশের দিকে তাদের অত মনোযোগ দেওয়ার সময় কোথায়! তারা নিজেরাই তো ব্যস্ত।’

ওবায়দুল কাদের বলেন, ‘কোনো বিষয়েই সরকার চাপের মুখে নেই। আমরা কোনো চাপ অনুভব করছি না। কাজেই আমরা অহেতুক নিজে থেকেই একটা বিষয় নিয়ে কেন মাতামাতি করব, দরকার কী!’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft