বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
আতঙ্কে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার বাসিন্দারা
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন

মিয়ানমারের ভেতরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনাবাহিনীর ভয়াবহ সংঘাত চলছে। এতে ব্যবহৃত গোলাবারুদ আর বিস্ফোরকের বিকট শব্দে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্ত এলাকায় বেশ আতঙ্ক বিরাজ করছে।

কখনো গুলির খোসা আর কখনো মর্টার শেলের খোসা এসে পড়ছে শুন্যরেখার ওপর। এতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী তুমব্রু, বাইশফাড়ি, ভাজাবনিয়া সীমান্ত পয়েন্টে এখন চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। 

নিরাপত্তাহীনতার কারণে নিজেদের চাষাবাদের জমিতে যেতে পারছে না অনেক কৃষক। উৎপাদিত ফসল জমি থেকে তুলতে না পারায় অনেকের ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ফল-ফলাদি। সীমান্ত এলাকায় নতুনভাবে আতঙ্ক সৃষ্টি হওয়ায় পরিচর্যার অভাবে পাহাড়ের ঢালুতে উৎপাদিত ধান, বাদাম, পান, মরিচসহ বিভিন্ন ফল ফসলাদির জমি এখন নষ্ট হচ্ছে। আর এতে নিরাপত্তাহীনতার পাশাপাশি অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।

এদিকে সীমান্ত এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের এ সময়টায় আরও বেশি সর্তক থাকার পাশাপাশি অপ্রয়োজনে শুন্যরেখায় অবস্থান না করার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসন। এছাড়া  ক্ষতিগ্রস্ত চাষিদের প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বাংলাদেশ সীমান্তে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। তারপরও আমরা সতর্ক অবস্থায় আছি। আর সীমান্তে উত্তেজনা থাকলে এর প্রভাব শুন্যরেখায় পড়ে এটাই স্বাভাবিক। তারপরও কৃষি বিভাগকে বলবে, চাষিদের সব বিষয়ে সহযোগিতা করতে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে যেকোন ধরনের সহযোগিতায় আমরা সর্বদা প্রস্তুত আছি।

কৃষি বিভাগের তথ্যমতে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রু, বাইশফাড়ি ও ভাজাবনিয়া সীমান্ত এলাকার শুন্যরেখার পাশে বর্তমানে ৯ হেক্টর জমিতে শতাধিক চাষি চাষাবাদ করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft