প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন
২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন মারাট সাফিন। এরপর ২০১৪ সালে স্ট্যান ভাবরিঙ্কা। এছাড়া গত ২০ বছরে রজার ফেদেরার, নোভাক জোকোভিচ এবং রাফায়েল নাদালের বাইরে কেউ এই ট্রফি জিততেও পারেননি। সেই তালিকায় নাম লেখালেন সিনার। যেভাবে দু’টি সেট পিছিয়ে থেকেও তিনি ট্রফি জিতলেন তা মন কেড়েছে সবারই।
দীর্ঘদিন পর অবশেষে অস্ট্রেলিয়ান ওপেন পেলো নতুন চ্যাম্পিয়নের দেখা। রোববার ফাইনালে দু’সেটে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দানিল মেদভেদেভকে হারালেন ইয়ানিক সিনার। এই ইতালিয়ান তারকা জিতলেন ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ ব্যবধানে। সেমিফাইনালে এই সিনারই হারিয়েছিলেন নোভাক জোকোভিচকে।
অন্যদিকে, আবারও একটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে হারতে হল রাশিয়ার মেদভেদেভকে।
১৯৭৬ সালে শেষবার ইতালির কোনও খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন আদ্রিয়ানো পানাত্তা। এরপর এবার জিতলেন সিনার। ফাইনালের আগে পুরো প্রতিযোগিতায় মাত্র একটি সেট হারিয়েছিলেন। সেটি জোকোভিচের কাছেই। ফাইনালে প্রথম দু’টি সেটে পিছিয়ে পড়ার পরে অনেকেই ভেবেছিলেন সিনারের কোনও আশা নেই; কিন্তু পাঁচ সেটের লড়াইয়ে শেষ ভালো হলো ইতালিয়ান সিনারের।