শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
গাজার শিশুদের জন্য ‘নিষিদ্ধ হওয়া জুতা’ নিলামে তুলেছেন খাজা
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৯:১৮ অপরাহ্ন

চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২৬ হাজার নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলা প্রতিবাদে পার্থ টেস্টে জুতায় ‘অল লাইভস আর ইকুয়েল’ ও ‘ফ্রিডম ইজ অ্যা হিউম্যান রাইটস’ লিখে খেলতে চেয়েছিলেন অজি ব্যাটার উসমান খাজা। তবে আইসিসির নীতিবিরোধী হওয়ায় সেই জুতা পরে মাঠে নামতে পারেননি তিনি। 

এবার তিনি বিশেষ জুতা জোড়াকে নিলামে তুলেছেন।

পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টে বিশেষ জুতা পরে মাঠে নামার সুযোগ না পেলেও কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন তিনি। এতে আইসিসি শাস্তির মুখো পড়তে হয় তাকে। এবার গাজায় নির্যাতিত শিশুদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আইসিসির নিষিদ্ধ করা জুতাকে নিলামে তুলেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সবাকে সমর্থনের আহ্বান জানিয়েছেন খাজা।

গত বছরটা খাজার জন্য ২২ গজের চেয়ে মাঠের বাইরের ক্রিকেটটাই বেশি কঠিন ছিল। কারণ, সবাই যখন নিশ্চুপ, তখন স্রোতের বিপরীতে গিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এর কারণে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) শাস্তির মুখোমুখি হয়।

ফিলিস্তিন নিয়ে বার্তা প্রদানে বাধা দিতে খাজাকে অনুমতি দেওয়া হয়নি পায়রা প্রতীক ব্যবহারে। তবে সবকিছু পেছনে ঠেলে যুদ্ধবিধ্বস্ত গাজার পাশে দাঁড়াতে অভিনব এক উপায় বের করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার।

খাজা বলেন, নিলামে ১ হাজার অস্ট্রেলিয়ান ডলারে শুরু করা জুতার দাম বাড়ছে হু হু করে। ২৪ ঘণ্টারও কম সময়ে যা বেড়ে দাঁড়িয়েছে ১২ গুণে। যদিও নিলাম চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আর যে দামে জুতা বিক্রি হবে, তার পুরো অর্থ চলে যাবে ইউনিসেফের গাজার শিশুদের জন্য তৈরি করা তহবিলে। কেবল জুতা নয়, গাজার শিশুদের পাশে দাঁড়াতে খাজার বিশেষ লেখা সংবলিত টি-শার্ট ও বিক্রি হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft