বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
শোয়েবের সঙ্গে বিয়ের আগে যে কাণ্ড ঘটিয়েছিলেন সানা
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিয়ের খবর দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। গতকাল সামাজিক মাধ্যমে নববধূর ছবি প্রকাশ করে জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

এরপর থেকেই আলোচনার তুঙ্গে সানা। নেটাগরিকরা ঘাটাঘাটি করছেন তার অতীত নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানি এই অভিনেত্রী যতটা না অভিনয়ের কারণে তার চেয়ে বেশি পরিচিত বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। সহশিল্পীকে দুই টাকার শিল্পী বলতেও দ্বিধা করেননি। এমন বিতর্কিত কার্যকলাপের জেরে বাদ পড়েছেন কাজ থেকেও।

পাকিস্তানি আরেক মডেল মানাল সালিমের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন সানা। ঘটনাটি ২০২২ সালের। তাদের দুজন একটি নামকরা ফ্যাশন সংস্থার বিজ্ঞাপনে যুক্ত হয়েছিলেন। দুজনের মেকআপ রুমও ছিল একটি। এতেই নাখোশ হয়েছিলেন সানা।

অভিযোগ, শুটের দিন সানার আগে মানাল সেটে পৌঁছান। তাই তিনি আগে মেকআপ শুরু করে দেন। বিষয়টি জানতে পেরে মানালকে অপমান করে মেকআপ রুম থেকে বেরিয়েও যেতে বলেন সানা।

কলাকুশলীদের কথায়, পরে মানালের শুটের সময় তিনি বাধা দেন। ক্যামেরা বন্ধ করতে বলেন। শোনা যায়, সানা নাকি অশ্রাব্য ভাষায় গালাগাল করছিলেন মানালকে। বলেন, ‘‘এই সব দুই টাকার শিল্পীর সঙ্গে আমায় ডাকবেন না আর।’’ এই ঘটনায় স্তব্ধ হয়ে যান পাকিস্তানের বিনোদন দুনিয়ার অনেকেই।

এতে সানার ওপর নাখোশ হয় ওই ফ্যাশন সংস্থা। তারে সানার সঙ্গে তাদের চুক্তি বাতিল করেন। পরে বিষয়টি সামাজিক মাধ্যমে জানান মানাল। এতে নেটাগরিকরাও রুষ্ট হয় সানার ওপর। রাগে অনেকেই দুকথা শোনাতে ছাড়েননি অভিনেত্রীকে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft