প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৭:২৫ অপরাহ্ন
ভারতের পর এবার দেশে হানা দিয়েছে মহামারি করোনা ভাইরাসের নতুন উপধরন জেএন.১।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) আজ বৃহস্পতিবার প্রাথমিকভাবে পাঁচজনের দেহে উপধরনটি শনাক্তের কথা জানিয়েছে। এরমধ্যে রাজধানীর বাসিন্দা তিনজন। বাকি দুজন ঢাকার বাইরের।
বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের নতুন উপধরন বেশ সংক্রামক। তাই উপসর্গ মৃদু হলেও সতর্কতা জরুরি। এ জন্য কয়েকটি উপসর্গ দেখা দিলে দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন গণমাধ্যমকে জানিয়েছেন, শনাক্ত পাঁচজনের কারও দেশের বাইরে ভ্রমণের ইতিহাস নেই। তারা দেশেই ছিলেন। তবে আক্রান্ত পাঁচজনই সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।
ডিসেম্বরের শেষদিকে বিশ্ববাসীকে করোনার নতুন এ উপধরনের কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বজুড়ে দ্রুত এই উপধরন ছড়িয়ে পড়ায় সংস্থাটি এটিকে ‘ভ্যারিয়্যান্ট অফ ইন্টারেস্ট’ (ভিওআই) হিসেবে তালিকাভুক্ত করেছে। যদিও ডব্লিউএইচও বলছে, দ্রুত ছড়িয়ে পড়লেও করোনা ভাইরাসের এ উপধরনটি আগেরগুলোর তুলনায় ক্ষতিকারক নয়।