প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৮:২১ অপরাহ্ন
গতকালও ইতালির ক্লাব রোমার কোচ হিসেবে ছিলেন হোসে মরিনহো। দুর্ভাগ্যজনকভাবে গতকাল ক্লাব তাকে বরখাস্ত করে। এমনকি কয়েক ঘণ্টার ব্যবধানে নতুন কোচও নিয়োগ দেয়া হয়েছে। মরিনহোর স্থলাভিষিক্ত কোচ হলেন- রোমার সাবেক ফুটবলার ড্যানিয়েল ডি রসি।
এসি মিলানের কাছে ৩-১ গোলে হারের জেরে রোমার কোচের চাকরি হারান মরিনহো। এমনিতেও তার অধীনে দলের অবস্থা ভালো ছিল না।
লিগে সবশেষ পাঁচ ম্যাচে তারা পেয়েছে মাত্র ৪ পয়েন্ট। কোপা ইতালিয়া থেকে ছিটকে পড়েছে গত সপ্তাহে। লিগে শীর্ষে থাকা ইন্টার মিলান থেকে ২২ পয়েন্ট পিছিয়ে থেকে নয় নম্বরে আছে রোমা।
নতুন কোচ নিয়োগের বিষয়ে সিরিয়ার এই ক্লাবটি বিবৃতিতে বলেছে, ‘ড্যানিয়েল ডি রসিকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত হেড কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে এএস রোমা আনন্দিত।’
‘১৮ বছর এএস রোমায় খেলোয়াড়ি জীব্ন কাটানো ডি রসি হেড কোচ হয়ে ঘরে ফিরছেন। তার প্রথম ম্যাচ হবে শনিবার ভেরোনার বিপক্ষে।’
রোমাতেই ক্যারিয়ারের সিংহভাগ সময় কেটেছে রসির। ৪০ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার ২০০০ সালে রোমার বয়সভিত্তিক দলে যোগ দিয়ে পরের বছরই সুযোগ পান মূল দলে।
২০১৯ সালে ক্লাবটি এক মৌসুম খেলেছেন আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে। সেখানে জিতেছেন প্রিমেরা লিগ। রোমার হয়ে দুবার কোপা ইতালিয়া ও একবার সুপারকোপা ইতালিয়ানা জিতেছেন রসি। ইতালি জাতীয় দলের হয়ে রসি খেলেছেন ১১৭ ম্যাচ। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্যও তিনি।
২০২০ সালের জানুয়ারিতে অবসর নেন রসি। এরপর জড়ান কোচিং পেশায়। যদিও কোচিং ক্যারিয়ার তেমন বড় হয়নি এখনও। গত মৌসুমে ইতালিয়ান ক্লাব এসপিএএলের কোচের দায়িত্ব চার মাসের মাথায় ছাঁটাই হন। কোচিংয়ে অভিজ্ঞতা বলতে এটুকুই।