প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ২:১৭ অপরাহ্ন
সদ্য বিদায়ী ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)।
সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন, ২০২৩ সালে ৫ হাজার ৪৯৫টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে ৫ হাজার ২৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানী বনানীর বিআরটিএ ভবেনে সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
বিআরটিএর তথ্যমতে— পুরো বছরের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ডিসেম্বর মাসে। এই মাসে ৪৮৩ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৪৩৩ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
অবশ্য এর আগে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, বিদায়ী বছর, অর্থাৎ ২০২৩ সালে দেশের সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৮ হাজার ৫০৫ জন মারা গেছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৭ হাজার ৯০২ জন।