প্রকাশ: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৯:৪৩ অপরাহ্ন
এক দশক আগে সাভারে রানা প্লাজা ধসে হতাহতের মামলার বিচারকাজ ছয় মাসের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।
এ আদেশের পর সোহেল রানার আইনজীবী কামরুল ইসলাম বলেন, ‘মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন সর্বোচ্চ আদালত। এসময়ের মধ্যে বিচারকাজ শেষ না করতে পারলে সোহেল রানার জামিনের বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।’