প্রকাশ: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। একবার টিকিট কেটে প্রবেশ করলে সেই টিকিটেই দেখা যাবে দুই ম্যাচ। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ দুেই হাজার ৫০০ টাকা রাখা হয়েছে বিপিএলের দশম আসরের টিকিটের মূল্য।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাঁচ ক্যাটাগরিতে টিকিটের মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ড (খেলোয়াড়দের ড্রেসিংরুম সংলগ্ন) টিকিটের মূল্য দুই হাজার ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড এক হাজার ৫০০, ক্লাব হাউজ ৮০০, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৪০০ এবং পূর্ব গ্যালারির টিকিট কেনা যাবে ২০০ টাকায়। এসব মূল্যতালিকা শুধু ঢাকা পর্বের জন্য।
আগামীকাল থেকে টিকিট বিক্রি শুরু হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট বিক্রি হবে। ১৬ জানুয়ারি ছাড়াও টিকিট কিনতে পাওয়া যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন।