মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
মিয়ামির হয়ে মাঠে নামার অপেক্ষায় সুয়ারেজ
প্রকাশ: রোববার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৪:৩১ অপরাহ্ন

দেখতে দেখতে ইন্টার মিয়ামি পরিণত হলে মিনি বার্সায়। প্রথমে এসেছিলেন মেসি। এরপর একে একে আতিথ্য জানায় বুস্কেটস, আলবা এবং সর্বশেষ সুয়ারেজ। তবে এখনো সরাসরি খেলা হয়ে ওঠেনি উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের। পুরোনো সতীর্থদের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন সাবেক এই বার্সা তারকা।

মেসির ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে এক বছরের চুক্তি করেছেন সুয়ারেজ। এর অর্থ, ২০২৪ পুরো বছরই তিনি মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন। তবে, দীর্ঘদিন পর আবারও মেসির সতীর্থ হয়ে তার সঙ্গে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন উরুগুয়ের এই ফুটবলার।

তিনি বলেন, ‘এমন একটা দলকে সহযোগিতা করতে এসেছি, যাদেরকে আগে থেকেই সবাই জানে এবং একে অপরকে আগে থেকেই চেনে। নতুন ক্লাবে সবাই কী চায়, এখানে এসে কী করতে হবে- সবই সবাই জানে।’

বার্সেলোনায় একসঙ্গে ৬টি মৌসুম কাটিয়েছেন মেসি এবং সুয়ারেজ। জিতেছেন চারটি স্প্যানিশ লিগ এবং আরও ৯টি ট্রফি। এর মধ্যে রয়েছে একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

শনিবার ইন্টার মিয়ামির প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করেছে। এদিনই প্রথম তাকে ইন্টার মিয়ামির জার্সিতে দেখা গেলো। সঙ্গে ছিলেন মেসি, আলবা এবং বুস্কেটস।

ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে গত মৌসুমে খেলেছিলেন সুয়ারেজ। মৌসুম শেষেই তিনি হয়ে যান ফ্রি-এজেন্ট। যে কারণে ফ্রি’তেই মেসির সঙ্গে গিয়ে যোগ দিলেন তিনি ইন্টার মিয়ামিতে। এবার সাবেক সতীর্থদের সঙ্গে নতুন করে ঘাঁটছড়া বাধতে যাচ্ছেন উরুগুয়ের এই তারকা ফুটবলার। গ্রেমিওর হয়ে গত মৌসুমে ৫৩ ম্যাচে তিনি করেছেন ২৬ গেল।

এর মধ্যে লিগে করেন ১৭ গোল। সে সঙ্গে গ্রেমিওকে লিগে দ্বিতীয় স্থানে থাকতে সাহায্য করেন তিনি। যার ফলে তিনি জিতলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft