প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে গোপালগঞ্জ-৩ আসনে। এ আসনে মোট ভোট কাস্ট হয়েছে ৮৭.২৪ শতাংশ। অন্যদিকে, দেশের সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকা-১৫ আসনে। এ আসনে মোট ভোট কাস্ট হয়েছে ১৩.৪ শতাংশ। রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো ফলাফল পর্যবেক্ষণ করে এ তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানায়, গোপালগঞ্জ-৩ আসনে ভোটের হার সবচেয়ে বেশি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতীকে নির্বাচন করেছেন এ আসনে। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৯২ ভোট। যা ৮৭ দশমিক ২৪ শতাংশ। এই আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী এম নিজাম উদ্দিন ৪৬৯ ভোট।
ইসি আরও জানায়, সর্বনিম্ন ভোট পড়েছে ঢাকা-১৫ আসনে। এখানে ভোট পড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৫০৭ জন। নৌকা প্রতীকে কামাল আহমেদ মুজমদার ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৩২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের প্রার্থী সামসুল হোক ভোট পেয়েছেন ২ হাজার ৪৪ ভোট।