বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
খুলনায় জামানত হারাচ্ছেন ৩০ প্রার্থী
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৮:২৫ অপরাহ্ন

এবারের জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে প্রতদ্বন্দ্বিতা করেন ৩৯ জন প্রার্থী। এর মধ্যে বেশিরভাগ প্রার্থীই জামানত হারাচ্ছেন। জামানত হারানো প্রার্থীর সংখ্যা মোট ৩০ জন। 

এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়েছেন খুলনা-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা। তিনি পেয়েছেন মাত্র ১০১ ভোট।

খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ জানান, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। প্রত্যেক প্রার্থীর জামানত ২০ হাজার টাকা। 

খুলনা-১ আসনে ১ লাখ ৫৭ হাজার ৩৮৮ জন ভোটার ভোট দিয়েছেন। এ আসনে ৪ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় ৫ হাজার ২৬২ ভোট, জাতীয় পার্টির কাজী হাসানুর রশিদ ৩ হাজার ৩৯৬ ভোট ও তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামাণিক ২ হাজার ১৪৮ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। 

খুলনা-২ আসনে ১ লাখ ১২ হাজার ২৫০ জন ভোটার ভোট দিয়েছেন। এ আসনে ৭ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মো. গাউসুল আজম ৩ হাজার ৮৪১ ভোট, বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার ৫২৮ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবু কুমার রায় ৩০৭ ভোট, বিএনএম’র মো. আব্দুল্লাহ আল আমিন ৮৯৬ ভোট, গণতন্ত্রী পার্টির মো. মতিয়ার রহমান ৮৪৫ ভোট ও স্বতন্ত্র মো. সাঈদুর রহমান ১ হাজার ৭২৭ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।  

খুলনা-৩ আসনে ১ লাখ ৬ হাজার ৪৭৮ জন ভোটার ভোট দিয়েছেন। এ আসনে ৪ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র ফাতেমা জামান সাথী ৩ হাজার ২৩০ ভোট, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ১ হাজার ৯৬৩ ভোট ও জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন ৪ হাজার ৮৭৩ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

খুলনা-৪ আসনে ১ লাখ ৫৮ হাজার ৫৫৩ জন ভোটার ভোট দিয়েছেন। এ আসনে ১২ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র মো. রেজভী আলম ১ হাজার ৮৮৫ ভোট, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ৩৪৪ ভোট, স্বতন্ত্র এম ডি এহসানুল হক ৩১০ ভোট, স্বতন্ত্র মো. জুয়েল রানা ৫২৮ ভোট, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান ২ হাজার ৪২৯ ভোট, বিএনএম’র এস এম আজমল হোসেন ৩৪০ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা ১০১ ভোট, জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ ৬৭৮ ভোট, এনপিপি’র মো. মোস্তাফিজুর রহমান ৩২০ ভোট ও স্বতন্ত্র এইচ এম রওশান জামির ২১৬ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।  

খুলনা-৫ আসনে ২ লাখ ১০ হাজার ৯৬১ জন ভোটার ভোট দিয়েছেন। এ আসনের ৫ প্রার্থীর মধ্যে ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার ১ হাজার ৯৩ ভোট, জাতীয় পার্টির মো. শাহীদ আলম ১ হাজার ৬ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের এস এম এ জলিল ৬৮০ ভোট পেয়েছেন। 

খুলনা-৬ আসনে ১ লাখ ৬৩ হাজার ৮২৬ জন ভোটার ভোট দিয়েছেন। এ আসনের ৭ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু ৭৭৯ ভোট, তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন খান ২৬৩ ভোট, বিএনএম’র এস এম নেওয়াজ মোরশেদ ২ হাজার ১২০ ভোট,  বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম ৫৫৬ ভোট ও এনপিপি’র মো. আবু সুফিয়ান ৮৭৬ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft