প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৪:২০ অপরাহ্ন
এবার ৮১ তম গোল্ডেন গ্লোভস অ্যাওয়ার্ডসে ঝড় তুলল ‘ওপেনহাইমার’ সিনেমা।
ক্রিস্টোফার নোলান জিতে নিলেন সেরা পরিচালকের পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কার পেলেন কিলিয়ন মারফি।
মোট ৪টি গোল্ডেন গ্লোভস অ্যাওয়ার্ডস এই সিনেমার মুকুটে যুক্ত হয়েছে। ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য সেরা অরিজিনাল স্কোরের পুরস্কার জিতলেন লুডিং গ্রনসনস। ৮ জানুয়ারি লস অ্যাঞ্জেলসে হয়েছে গোল্ডেন গ্লোবস ২০২৪ সালের আসর।
আজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজন পুরস্কার ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জো কয়। তিনি ফিলিপাইন বংশোদ্ভূত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান।
এবারের আসরে চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ২৫টি শাখায় ২০২৩ সালের সেরা অভিনয়শিল্পী, পরিচালক, গল্পকার, চিত্রনাট্যকার ও প্রযোজকদের পুরস্কার প্রদান করা হয়েছে। অন্যকে আজীবন সম্মাননা হিসেবে সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ডস ও ক্যারল বারনেট অ্যাওয়ার্ড এবার কাউকে প্রদান করা হয়নি। এর বদলে যুক্ত হয়েছে দুইটি নতুন বিভাগ।
এগুলো হচ্ছে, টেলিভিশনের সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট।