বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
পরাজিত হয়ে জামানত হারালেন আখতারুজ্জামান
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ১:৩৯ অপরাহ্ন

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলা) আসনে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তিনি শুধু পরাজিতই হননি বাজেয়াপ্ত হয়েছে তার জামানতও।

এ আসনে জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সোহরাব উদ্দিন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট।  

আর তৃতীয় হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তিনি পেয়েছেন ১৬ হাজার ১৯৯ ভোট।  

এ আসনের দুই উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ৮২টি ভোট গৃহীত হয়েছে। এ হিসেবে আখতারুজ্জামান রঞ্জন তার জামানত হারিয়েছেন।

গতকাল রোববার রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ভোটের ফলাফলে এ বিষয়টি জানা যায়।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় গিয়ে মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন তার বক্তব্যে বলেন, আমি আজকে বিএনপির পতন ঠেকানোর জন্য আমার জীবনটা সামনে লেলিয়ে দিয়েছি। শুরু হবে টার্নিং পয়েন্ট ৭ জানুয়ারি থেকে। আমি বিএনপির পতনের ট্রাক থামাবো, ইনশাআল্লাহ। আমি ঘরে ঘুমিয়ে থাকলেও পাস করব। এটাই রাজনৈতিক বাস্তবতা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft