মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
সকালে বেশি আসছেন নারী ভোটাররা
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন


সকালে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে। ঢাকা-৭ আসনের লালবাগ থানার নবাবগঞ্জ, চৌধুরী বাজার, শেখ সাহেব বাজার এলাকার কেন্দ্রগুলো ঘুরে এমন দৃশ্য দেখা যায়। শীতের সকালে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন তারা। 

এক নারী ভোটার জানান, ঘরের কাজের জন্য শুরুতেই ভোট দিতে এসেছেন। পরে লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এই আসনের দুইটি কেন্দ্র রয়েছে জামিলা খাতুন লালবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ে। একটি নারী কেন্দ্র। অন্যটি পুরুষ।

এখানে নারী ভোটার ২ হাজার ৯৭০ জন। পুরুষ ভোটার ৩ হাজার ১৭৫ জন। এই কেন্দ্র ঘুরেও সকাল ৯টা পর্যন্ত নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।  নারী কেন্দ্রে প্রিজার্ডিং কর্মকর্তা মো. ইমরান হোসেন সজীব কালের কণ্ঠকে বলেন, সকাল একেবারে শুরুতে ভোটার কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ছে। এখনো পর্যন্ত কেন্দ্রে নারী ভোটার বেশি আসছে। 

এই কেন্দ্রে ভোট দেওয়া শেষে শ্যামলী দাস বলেন, ‘ভোট দেওয়া আনন্দের। আমি দেশের মানুষ। পায়ে ব্যাথা নিয়ে তিন তলা উঠে ভোট দিয়েছি। সকালেই ভোট দিয়ে দিলাম।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft