মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

দেশ মাতৃকার বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই : তারেক রহমান    রণক্ষেত্রে পরিণত পাকিস্তানের ইসলামাবাদ    শাহবাগসহ তিন এলাকায় বিজিবি মোতায়েন    ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ কারাগারে : ভারত সরকারের প্রতিবাদ     বাংলাদেশ সফরে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান    বশেমুরবিপ্রবিতে চলেছে পরিচ্ছন্নতা অভিযান     কোভিড কর্মসূচির ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রে ৩ বাড়ি কেনার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে   
কড়া নিরাপত্তায় ঘেরা নির্বাচন কমিশন
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন

নির্বাচন কমিশন সচিবালয় ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে  বেশ কয়েকদিন আগে থেকেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন রবিবার (৭ জানুয়ারি) এই নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। অনুমোদিত লোকজন ছাড়া কাওকে কমিশন ভবনের দিকে যাওয়ারও অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, কমিশনের চারিদিকের রাস্তায় রয়েছে পুলিশ ব্যারিকেড।

গত কয়েকদিন আশপাশের বাসিন্দাদেরও নাম-পরিচয় দিয়ে ঢুকতে হচ্ছে ওই রাস্তায়। ভোটের দিন আজ রবিবার সকালে আইডিবির পয়েন্ট থেকে কাউকে নির্বাচন কমিশনের দিকে যেতে দিচ্ছে না পুলিশ। এমনকি গণমাধ্যমকর্মীদেরও ইসি ভবনের দক্ষিণ দিকের সড়ক ব্যবহারের সুযোগ মিলছে শুধু।

অন্যদিনের তুলনায় ইসি ভবনের পূর্ব দিকের (আইডিবি ভবনের দিকের) ব্যারিকেডের কাছে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। অন্যদিকে আগারগাঁওয়ের মূল সড়কের দিকের চেকপোস্টেও অন্যদিনের তুলনায় পুলিশের উপস্থিতি বেশি। পাশাপাশি র‌্যাব ও বিজিবির সদস্যরাও সক্রিয় আছে ইসি ভবনের আশপাশের এলাকায়। 

এদিকে নির্বাচন কমিশন নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের জন্য কয়েক স্তরের কার্ডের ব্যবস্থা করেছে। নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য আলাদা কার্ড। ফলাফল ঘোষণার অনুষ্ঠানে অংশ নিতে হলেও নিতে হয়েছে আলাদা কার্ড। নির্বাচন কমিশনের কার্ডের বাইরে কোনো গণমাধ্যমকর্মীর প্রবেশের সুযোগ নেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft