প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৬:২৬ অপরাহ্ন
মিরপুর স্টেডিয়ামের একাডেমি ভবন থেকে বের হতেই কয়েকটি গ্রুপে ভাগ হয়ে যান ক্রিকেটাররা। তিন-চারজনের ছোট ছোট সেই গ্রুপগুলো ব্যস্ত নিজেদের মুঠোফোনের ক্যামেরার ফ্রেমে নিজেদের বন্দি করতে।
সতীর্থদের তোলা ছবি পছন্দ না হলে নিজেই ফ্রেম দেখিয়ে দিচ্ছিলেন জিসান আলম, আদিল বিন সিদ্দীকিরা। যাঁরা ফ্রেমবন্দি হচ্ছেন, তাঁদের ব্লেজার ঠিক করে দিচ্ছেন আরেকজন সতীর্থ এসে।
বিশ্বকাপ যাত্রার আগে আজ অনুষ্ঠানিক ফটোসেশন ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ব্লেজার গায়ে কেমন দেখায়, সেটাও দেখে নিচ্ছিলেন যুব ক্রিকেটাররা। আনুষ্ঠানিক ফটোসেশনের পর আবার কয়েক গ্রুপে ভাগ হয়ে মাঠের মধ্যে চলল তাঁদের আরেক ধাপের ফটোসেশন পর্ব। বিশ্বকাপ খেলতে আগামীকাল দিবাগত রাত ১টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সেই যাত্রার আগে চাপমুক্ত তারা। ফটোসেশনের পর দলটির ব্যাটিং কোচ ওয়াসিম জাফর বলেন, ‘ওরা চাপ নিয়ে খেলুক, তা চাইব না। ফল কেমন হবে তা নিয়ে যা ভাবে ভাবুক। দারুণ আবহ দলটার মধ্যে।
ছেলেরা অনেক পরিশ্রম করে নিজেদের গড়ে তুলেছে। যে জায়গায় আমরা ওদের দেখতে চেয়েছি, সেটা হয়েছে।’ ভারতের সাবেক এই ব্যাটার বাংলাদেশ যুবদলের সঙ্গে দুই বছর ধরে কাজ করছেন। এই দলটাকে তিনি কিভাবে দেখছেন? সেটার উত্তরে বললেন, ‘দারুণ আবহ দলটার মধ্যে। ছেলেরা অনেক পরিশ্রম করে নিজেদের গড়ে তুলেছে।