প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন
রাজধানীতে নাশকতা ঘটবে, এমন গোয়েন্দা তথ্য র্যাবের কাছে ছিল। কিন্তু কোথায় নাশকতা ঘটবে, তা নিশ্চিত করে জানা ছিল না বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম. খুরশীদ হোসেন।
শনিবার রাজধানীর মিরপুর কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক। পরে কলেজ মাঠে সংবাদ সম্মেলনে সার্বিক নিরাপত্তাব্যবস্থা বিষয়ে ব্রিফ করেন তিনি। এ সময় গোপীবাগে ট্রেনে অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে এ কথা জানান খুরশীদ হোসেন।
র্যাব মহাপরিচালক বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে এ ধরনের নাশকতা হতে পারে। কিন্তু কোথায় নাশকতা ঘটানো হবে, তা নিশ্চিত করে জানা কঠিন ছিল।