শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় ৫১২ মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৬:৩১ অপরাহ্ন

বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে সড়ক দুর্ঘটনা। শুধুমাত্র বিদায়ী বছরের ডিসেম্বর মাসে দেশে সড়কে ৫১৭টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মৃত্যু হয়েছে ৫১২ জনের, আহত হয়েছেন ৭৯৩ জন। এর মধ্যে ৫৯ নারী ও ৬৪ শিশু রয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এতে বলা হয়, বিদায়ী বছরের ডিসেম্বর মাসে সারাদেশে ৫১৭ দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ২১৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০১ জন, যা মোট নিহতের ৩৯ দশমিক ২৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ১৯ শতাংশ। দুর্ঘটনায় ১১৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ২২ দশমিক ২৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন অর্থাৎ ১০ দশমিক ৯৩ শতাংশ। এছাড়াও ৯টি নৌ-দুর্ঘটনায় ১৭ জন নিহত, ১৪ জন আহত এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। ২৬টি রেলপথ দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।

যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়- মোটরসাইকেল চালক ও আরোহী ২০১ জন (৩৯ দশমিক ২৫ শতাংশ), বাস যাত্রী ৯ জন (১ দশমিক ৭৫ শতাংশ), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ড্রামট্রাক-রোলার মেশিন গাড়ি আরোহী ২৬ জন (৫ দশমিক ০৭ শতাংশ), প্রাইভেটকার-মাইক্রোবাস-পাজেরো জিপ আরোহী ১৫ জন (২ দশমিক ৯২ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ১০১ জন (১৯ দশমিক ৭২ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-চান্দের গাড়ি-টমটম-মাহিন্দ্র-পাখিভ্যান-টাফি গাড়ি) ৩০ জন (৫ দশমিক ৮৫ শতাংশ) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশা ভ্যান আরোহী ১৬ জন (৩ দশমিক ১২ শতাংশ)।

এদিকে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ঢাকায় ১২৩টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৯টি দুর্ঘটনায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি ৪১টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে চাঁদপুর জেলায়। ৩টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি।

দুর্ঘটনার বিভাগ ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, সারাদেশে সংঘটিত ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ২৩ দশমিক ৭৯ শতাংশ,  চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৬ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বিভাগে ১৩ দশমিক ১৫ শতাংশ, খুলনা বিভাগে ১২ দশমিক ৩৭ শতাংশ, বরিশাল বিভাগে ৭ দশমিক ৫৪ শতাংশ, সিলেট বিভাগে ৫ দশমিক ৬০ শতাংশ, রংপুর বিভাগে ১১ দশমিক ০২ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ১০ দশমিক ০৫ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় ঢাকায় ২৩ দশমিক ০৪ শতাংশ, চট্টগ্রামে ১২ দশমিক ৮৯ শতাংশ, রাজশাহী ১৬ দশমিক ৯৯ শতাংশ, খুলনায় ১২ দশমিক ৬৯ শতাংশ, বরিশালে ৭ দশমিক ৪২ শতাংশ, সিলেট ৫ দশমিক ৮৫ শতাংশ, রংপুরে ১০ দশমিক ১৫ শতাংশ এবং ময়মনসিংহে ১০ দশমিক ৯৩ শতাংশ প্রাণহানি ঘটেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft