শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
নির্বাচনে আসতে ভয় পায় বিএনপি: শেখ হাসিনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ন

আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জে সবশেষ নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০০৮ সালের নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকেই ভোটে আসতে ভয় পায় বিএনপি। তারা জ্বালাও–পোড়াও আর মানুষ খুন ছাড়া আর কিছু দিতে পারে না।’

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে আছি ১৫ বছর। ২০০৮ সালের নির্বাচনে আমরা জয়লাভ করেছিলাম। সেবার বিএনপির নেতৃত্বে ২০ দলীয় ঐক্যজোট আর আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের মহাজোট ছিল। সেই নির্বাচনে শুধুমাত্র নৌকা মার্কায় আওয়ামী লীগ পেয়েছিল ২৩৩টি সিট। আর বিএনপি পেয়েছিল মাত্র ৩০ সিট। তারপর থেকে বিএনপি আর নির্বাচনে আসতে চায় না, ভয় পায়। যার জন্য তারা সন্ত্রাস করে।’

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির দুঃশাসন, দুর্নীতি আর সন্ত্রাস জঙ্গীবাদের কারণেই দেশে ওয়ান ইলেভেন সৃষ্টি হয়। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি গণতন্ত্র আর ভোটের অধিকার ছিনিয়ে নিতে ভোট বানচালের ষড়যন্ত্র করছে’। 

নারায়ণগঞ্জকে স্মার্ট সিটি বানানোর ঘোষণা দিয়ে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি। 

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ আর পেছনের দিকে তাকাবে না, এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে। নৌকা মার্কা দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, আর এই নৌকা মার্কাই উন্নত দেশ গড়ে তুলবে।’

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে শহরের একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল পৌনে ৪টায় তিনি বক্তব্য শুরু করেন। বক্তব্য চলাকালে আসরের আজান শুনে বিরতি দেন তিনি। আজান শেষ হলে ফের বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft