বুধবার ২২ জানুয়ারি ২০২৫ ৮ মাঘ ১৪৩১
 

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর    দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা    মারাঠি রানী রূপে ধরা দিলেন রাশমিকা    মালয়েশিয়া যেতে না পেরে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও    গাজার ধ্বংসস্তূপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার    এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে পলক     ঢাবি এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার   
ইপসউইচের বিপক্ষে ৬ গোলের জয়ে সেরা চারে ম্যানসিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ন

গতকাল রোববার ৬-০ গোলের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের সেরা চারে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। সেরা চারে জায়গা করে নিতে তাদের প্রয়োজন ছিলো কমপক্ষে ৪-০ ব্যাবধানে জয় নিশ্চিত করা। 

কিন্তু অর্ধডজন গোলে জেতার ফলে নিউক্যাসেল ইউনাইটেডের সঙ্গে গোল ব্যবধান ৩ বাড়িয়ে নিতে পেরেছে সিটি। অর্থাৎ সিটি সেরা চারে উঠেছে গোল ব্যবধানে এগিয়ে থেকে।

২২ ম্যাচে সিটির পয়েন্ট ৩৮ (গোল ব্যবধান ১৫+)। সমান ম্যাচে নিউক্যাসেলেরও পয়েন্ট ৩৮ (গোল ব্যবধান ১২+)। শীর্ষ থাকা লিভারপুল ১২ পয়েন্ট এগিয়ে। ২১ ম্যাচে অলরেডদের পয়েন্ট ৫০। ১৬ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানেই স্থির ইপসউইচ।

সিটির গোল উৎসবের শুরুটা করেন ফিল ফোডেন। ২৭ মিনিটে অচলাবস্থা ভাঙেন তিনি। জেরেমি ডকু ও কেভিন ডি ব্রুইনার তৈরি করা বলে সামান্য স্পর্শ করেই ইপসউইচের জালে জমা করেন তিনি।

৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মাতিও কোভাসিস। ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফোডেন। ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের গোলে ৩-০ তে এগিয়ে যায় সিটি। ইপসউইচের গোলরক্ষক ক্রিস্টিয়ান ওয়ালটনের পায়ের নিচ দিয়ে বল জালে জমা করেন ফোডেন।

৪৯ মিনিটে গোল করেন জেরেমি ডকু (৪-০)। ৫৭ মিনিটে আরলিং হালান্ডকে আরেকটি গোল বানিয়ে দেন বেলজিয়ান উইঙ্গার। চলতি সপ্তাহে সিটির সঙ্গে ১০ বছরের চুক্তি করা হালান্ডের গোলে ৫-০ তে এগিয়ে যায় সফরকারীরা।

ম্যানসিটির হয়ে শেষ গোল করেন বদলি খেলোয়াড় জেমস এমকেতি (৬-০)। ৬৯ মিনিটে দুর্দান্ত হেডে ইপসউইচের গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft