প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
লা লিগায় টানা চার ম্যাচ জয়বঞ্চিত রইলো বার্সেলোনা। শনিবার লা নিচে সারির গেটাফের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল।
অথচ গেটাফের মাঠে নবম মিনিটেই এগিয়ে গিয়েছিল বার্সা। পেদ্রির দুর্দান্ত পাস থেকে গেটাফের গোলরক্ষক ডেভিড সোরিয়াকে পরাস্ত করে অতিথি দলকে এগিয়ে দেন জুলস কুন্ডে। কিন্তু সে লিড ধরে রাখতে পারেনি সফরকারীরা। ভুরি ভুরি সুযোগও মিস করে।
এরই মধ্যে ৩৪তম মিনিটে মাউরো আরামবারির গোলে সমতা ফেরায় গেটাফে। বাকি সময় অনেক চেষ্টা করেও আর এগিয়ে যেতে পারেনি বার্সা।
বার্সেলোনা এখন ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে এবং শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট কম ব্লুগ্রানারা।