বুধবার ২২ জানুয়ারি ২০২৫ ৮ মাঘ ১৪৩১
 

এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে পলক     ঢাবি এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার    বোমা হামলার হুমকি পাওয়া বিমানটিতে তল্লাশি    জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম    সাবেক মেয়র আতিক তিন দিনের রিমান্ডে    ফেব্রুয়ারিতেই চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপের চিন্তা ট্রাম্পের    শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে ডিএমপি   
গোপালগঞ্জে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

গতকাল রোববার সকাল এগারোটার দিকে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ডা.কেএম বাবর, জেলা বিএনপি নেতা মাহাবুব আলী সোহেল, জেলা বিএনপি সদস্য অ্যাড.তৌফিকুল ইসলাম, জিয়াউল কবীর বিপ্লব, জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্র দলের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী প্রমুখ। 

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এদিকে জেলার কাশিয়ানি উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বিকাল তিনটায় কাশিয়ানীর এমএ খালেক ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। 

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো:সেলিমুজ্জামান সেলিম। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য ডা.কেএম বাবর, মাহাবুব আলী সোহেল, অ্যাড.তৌফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী প্রমুখ। 

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার আরোগ্য এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। 

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান সেলিমসহ গোপালগঞ্জ জেলা, কাশিয়ানি উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ পরে কাশিয়ানিতে  জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নিম গাছের চারা রোপণ  কর্মসূচিতে অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft