প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৬:৩০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের অবৈধ চোরাচালানী মাল আটক করেছে কুমিল্লা সেক্টর।সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ৬ জানুয়ারি গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউপি কালিসীমা এলাকায় অভিযান পরিচালনা করে, অভিযানে বিজেপির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা এসএইচ পাওয়ার ব্যাটারী- ৩,২০,০০০ পিস অবৈধ ভারতীয় পণ্য ফেলে পালিয়ে যায়। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ৩,৫২,০০,০০০ টাকা।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
আটককৃত ভারতীয় এসএইচ পাওয়ার ব্যাটারী আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।