বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২৫ ২৪ পৌষ ১৪৩১
 

ব্যাংকের ১৮০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে দেশবন্ধু গ্রুপ    জানা গেলো বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান    ভারতকে দেওয়া চিঠির জবাব আমরা এখনো পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা    নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা    সৌদিতে ভয়াবহ বন্যায় রেড এলার্ট জারি    সাবেক এমপি শফিউল ইসলাম গ্রেপ্তার    লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন খালেদা জিয়া   
বকশীগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগ নেতা আটক
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৬:২৫ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্র-জনতার কাছে আটক হয়েছে ছাত্রলীগের এক নেতা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

আজ রোববার (০৫ জানুয়ারি) রাতে বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আটক মাহফুজ রহমান বগারচর ইউনিয়নের টাঙ্গারীপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য পদেও জায়গা পেয়েছেন তিনি।

স্থানীয়রা জানায়, রাতে একটি মাদক বিরোধী উঠান বৈঠকে অনুষ্ঠিত হয় বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ। বৈঠকে এসে মাহফুজ রহমান সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলেন। পরে তাকে চিনতে পেরে মোবাইলসহ বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদে সে ছাত্রলীগের কর্মী বলে জানা যায়। এসময় পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, স্থানীয়দের একটি উঠান বৈঠক ছিলো। সেখানে ছাত্র-জনতার সাথে সেও প্রবেশ করে। পরবর্তী ছাত্র-জনতাই তাকে চিহ্নিত করে আমাদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আমরা প্রাথমিক তদন্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা পেয়েছি। এছাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়কের সাথেও কথা বলার প্রমান পেয়েছি। তাকে আটক করা হয়েছে৷ 

তিনি আরও জানান, এছারাও মেরুরচর ওয়ার্ড আ:লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান নামে আরেকজনকে আটক করে    জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। 

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখা কমিটির আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, যে বিষয়টি তদন্ত করা হচ্ছে, সম্পৃক্ততা আছে কি না, খোজ-খবর নিয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft