বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২৫ ২৪ পৌষ ১৪৩১
 

ব্যাংকের ১৮০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে দেশবন্ধু গ্রুপ    জানা গেলো বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান    ভারতকে দেওয়া চিঠির জবাব আমরা এখনো পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা    নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা    সৌদিতে ভয়াবহ বন্যায় রেড এলার্ট জারি    সাবেক এমপি শফিউল ইসলাম গ্রেপ্তার    লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন খালেদা জিয়া   
গোপালগঞ্জে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে দ্বন্দ্ব
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

গোপালগঞ্জ আইডিয়াল কলেজে চরম উত্তেজনা বিরাজ করছে। সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে প্রতিষ্ঠিত গোপালগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সৃষ্ট জটিলতার জের ধরে এ অবস্থা বিরাজ করছে। 

সরেজমিন গিয়ে জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়া তনি মধু গতকাল বুধবার সকালে নিজ দায়িত্ব পালন করার জন্য কলেজে গিয়েও বহিস্কৃত অধ্যক্ষ নৃপেন সরকারের বাধায় বাড়ী ফিরে যেতে বাধ্য হন। 

ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনি মধু বলেন, আমি গত বুধবার সকালে কলেজের নিজ অফিস কক্ষে ঢুকতে গেলে বহিষ্কৃত অধ্যক্ষ নৃপেন সরকার ও সহযোগী মনিষ সরকার এবং শুক্তি সরকার  আমাকে ঢুকতে না দিয়ে টেনেহেচড়ে বাইরে নিয়ে আসেন। তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাননাশের হুমকি প্রদান করেন। আমি উপায় না দেখে বাড়ি ফিরে যাই। ওই কলেজের অধ্যক্ষ নৃপেন সরকার বিভিন্ন অনৈতিক কাজ করায় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে। পরে ২০২৩ সালে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেয়। কিন্তু নৃপেন সরকার আমাকে মেনে নিতে পারেননি। তিনি জোর করে অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করতে চান।আমাকে গালিগালাজ এবং প্রাননাশের হুমকি প্রদান করায় আমি সদর থানায় উপস্থিত হয়ে একটা জিডি এন্ট্রি করেছি যার নাম্বার ৩৩/০১.০১.২৫ ইং। নৃপেন সরকার একজন বদমেজাজি এবং অসৎ চরিত্রের মানুষ। 

এ ব্যাপারে জানতে চাইলে ওই কলেজের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক অসীম সরকার বলেন, নৃপেন সরকারের কোনো এখতিয়ার নাই কলেজে জোর পূর্বক অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করার। তার বিরুদ্ধে অতীতে অনেক অনৈতিক কাজের প্রমাণ পাওয়ায় তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। পরে তনি মধুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে। আমরা চাই কলেজটিতে শিক্ষার পরিবেশ বজায় থাকুক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft