প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৮:২৯ অপরাহ্ন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাতে ঘাঘর বাজারের খেয়াঘাট ভাঙ্গারি পট্টিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে সোহেল শেখের ভাঙ্গারির দোকান, গণেশ ঢালীর সয়াবিন তেলের গোডাউন ও ইস্রাফিলের এলুমিনিয়ামের দোকান পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এ ব্যাপারে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশনর অফিসার মো: সিরাজুল ইসলাম বলেন, রাত ৪টা ৩০ মিনিটের দিকে ঘাঘর বাজারের ভাঙ্গারি পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ব্যবসায়ীরা ধারণা করছে।