রোববার ৫ জানুয়ারি ২০২৫ ২০ পৌষ ১৪৩১
 

এ বছরই লিভারপুল ছাড়বেন সালাহ    বরিশালের জামাই হচ্ছেন তাহসান    ‘শেখ হা‌সিনা‌কে ফেরতের বিষয়ে এখনও প্রতি‌ক্রিয়া জানায়‌নি ভারত’    ছাত্রদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল    ভারত থেকে রোববার দেশে ফিরছেন ৯০ জেলে    আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: প্রধান উপদেষ্টা    পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় শাস্তি হবে ট্রাম্পের!   
হোটেল থেকে অভিনেতা দিলীপ শঙ্করের পচাগলা মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:২৩ অপরাহ্ন

মালয়ালাম সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দিলীপ শঙ্কর মারা গেছেন। আউটডোরে শুটিং করতে গিয়ে মৃত্যু হয়েছে তার। তবে মৃত্যু নিয়ে দেখা দিয়েছে রহস্যের। হোটেল কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এ অভিনেতার।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন ধরে হোটেল কক্ষ থেকে বের না হতে দেখে সন্দেহ হয় কর্মীদের। কিন্তু কেউই কক্ষে গিয়ে তার খোঁজ নেননি। তবে যখন কক্ষ থেকে পচা গন্ধ বের হয়, তখনই কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয় দিলীপ শঙ্করের।

খ্যাতনামা এ অভিনেতা তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিংয়ে গিয়েছিলেন। ধারাবাহিকের নির্মাতারা জানিয়েছেন, শুটিংয়ের সময় সাময়িক বিরতি ছিল। এ জন্য দু’দিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ শঙ্কর। আর বিরতি কাটিয়ে শুটিংয়ে অংশ নেয়ার জন্য তিরুবন্তপুরমেরই একটি হোটেলে থেকে যান তিনি। আর এর দু’দিন পর মৃত্যুর খবর উঠে আসে তার।

এদিকে এ অভিনেতার সহ-অভিনেতারা জানিয়েছেন, কয়েক দিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন দিলীপ শঙ্কর। আর মরদেহ উদ্ধারের পর রহস্যজট খুলতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।

এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, কক্ষ থেকে পচা গন্ধ বের হওয়ায় কর্মীরা তাড়াহুড়ো করে দরজা ভেঙে মৃত অবস্থায় দেখতে পান দিলীপ শঙ্করকে।

দিলীপ শঙ্কর তার ক্যারিয়ারে ‘আম্মাইয়ারিআত্থে’ ও ‘পঞ্চগনির’ মতো একাধিক মালয়ালাম ধারাবাহিকে অভিনয় করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft