মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ ২২ পৌষ ১৪৩১
 

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’    অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ    দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ    বাংলাদেশ প্রসঙ্গে সুর পাল্টালেন মমতা    মিরপুরে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট    ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক    বেশ কয়েকজন বিচারপতির অনিয়ম পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ হাইকোর্টের   
এ বছর বিয়েটা করে ফেলা উচিত: সাফা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

অভিনেত্রী সাফা কবির ২০২৪ জুড়ে নানামাত্রিক এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে আলোচনায়ও ছিলেন। বছর শেষে সিজেএফবি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ক্রিটিকস অ্যাক্টর’ হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন তিনি। 

পুরোনো বছরের ধারাবাহিকতায় নতুন বছরটা নতুন প্রত্যয়ে শুরু করতে চান। গল্পপ্রধান কাজ করতে চান বেশি। শুধু তাই নয়, কাজ করতে চান সিনেমাতেও।

সাফা কবির বলেন, ‘নতুন বছরে আরও গল্পপ্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চাই। আমি সব সময় মনে করি, গল্পই হচ্ছে আসল হিরো। কিন্তু এমন শক্তিশালী গল্পের দেখা ইদানীং কম পাচ্ছি। এজন্য নিজের কিছু গল্প পছন্দ রয়েছে, সেগুলোকে ফিকশনে তুলে আনব।’

 এরপর সিনেমায় কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেক আগেই সিনেমায় আসার ইচ্ছে রয়েছে। কিন্তু আমার কাছে ভালো গল্প এবং পরিচালকের কল এখনো আসেনি। অপেক্ষায় আছি, যখন সবকিছুর একটা সঠিক টাইমিং হবে আর আমি বড় পর্দায় আসব।’ 

সাফা কবিরের কাছে কোন ভালো গল্পের কাজ আসছে না বলে জানান তিনি। এর জন্য নতুন বছরে নিজের গল্পে ফোকাস দিতে চান।

তার ভাষ্যে, আমার কাছে কোনো ভালো গল্পের কাজ আসছে না। এজন্য এ বছর চিন্তা আছে নিজের গল্পে ফোকাস দেওয়ার। আমি আগেও আমার নিজের গল্পে কাজ করেছি। আমার কাছে কিছু ভালো গল্প আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই। এর বাইরে যদি অন্য কারও ভালো গল্প পাই তাহলে সেটাও করব। তিনি আরও বলেন, ‘দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। আমি নিজেও অপেক্ষায় আছি ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হব। ২০২৫ সালে নিজের একটি ক্লথিং ব্র্যান্ড লঞ্চ করতে চাই।’

এরপর নিজের বিয়ে নিয়েও জানালেন নতুন পরিকল্পনা। বললেন, ‘আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে, এ বছর বিয়েটা করে ফেলা উচিত, হাহাহা।’

এদিকে গেল বছরের শেষান্তে ‘পারুল’ নাটকের জন্য সিজেএফবির সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সাফা কবির। এই পুরস্কার তাকে নতুনভাবে আরও বেশি এক্সপেরিমেন্টাল চরিত্র করতে অনুপ্রাণিত করছে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft