প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:১২ অপরাহ্ন
রাত পেরোলেই মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম আসর বিপিএল। যেখানে চিটাগাং কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে রাজনৈতিক পট-পরিবর্তনের ফলে সেটা এখন অনিশ্চিত। যা বুঝতে পেরে নিজেকে বুড়োদের লিগে নাম লেখিয়েছেন সাকিব।
দুবাই জায়ান্টস দলে সাকিবের অন্তর্ভুক্তির বিষয়টি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে। সাবেকদের এই লিগে যোগ দেওয়ায় ধারণা করা হচ্ছে, সাকিব হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের সামনে একমাত্র টেস্ট ফরম্যাট খোলা থাকলেও সাম্প্রতিক পরিস্থিতিতে তার ভবিষ্যৎ অনিশ্চিত। বিপিএল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি এলসিটিতে তার অংশগ্রহণ আরও স্পষ্ট করেছে।
দুবাই জায়ান্টসের দলে এর আগে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা এবং ভারতের হরভজন সিং ও স্যামুয়েল বদ্রির মতো তারকারা খেলেছেন। দলটি গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সাকিবের অন্তর্ভুক্তি তাদের শক্তি বাড়াবে।
অন্যদিকে, বিপিএলে সাকিবের অনুপস্থিতি চিটাগাং কিংসের জন্য বড় ধাক্কা। দলটির মালিক সামির কাদের চৌধুরি জানিয়েছেন, লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে না, কারণ তাকে ছাড়পত্র দেয়নি শ্রীলঙ্কান বোর্ড। এছাড়া ইংল্যান্ডের মঈন আলিরও অংশগ্রহণ নিয়ে শঙ্কা রয়েছে, কারণ তিনি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-২০-তে খেলবেন।
উল্লেখ্য, আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) শুরু হতে যাচ্ছে বিপিএলের একাদশ আসর, যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সাকিবের অনুপস্থিতি ও দলের খেলোয়াড় সংকটের কারণে চিটাগাং কিংস কঠিন পরীক্ষার মুখোমুখি হবে।