প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:১২ অপরাহ্ন
বাগেরহাটের মোরেলগঞ্জে বাবুল ফকির (৫৪) নামের এক মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে যখম করে আহত করে নগদ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার জিউধরা ইউনিয়নের জিউধরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মৎস্য ব্যবসায়ীকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রবিবার বাবুল ফকির বাদি হয়ে নূর মোহাম্মদ হাওলাদারকে প্রদান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাবুল ফকির বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার প্রতিপক্ষ নূর মোহাম্মদ হাওলাদার তার লোকজন নিয়ে তার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমার ঘেরের মাছ বিক্রি করে বাড়ী যাবার পথে মার পিট করে এক লাখ ৩০ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। ন্যায় বিচার চাই।
নূর মোহাম্মদ হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কাউকে মারপিট করেনি। ষড়যন্ত্রমূলক আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এবিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো:রাকিবুল ইসলাম বলেন, জিউধরা ইউনিয়নে মৎস্য ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।