প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর শুরু হতে ২৪ ঘণ্টা বাকি। বিপিএল টুর্নামেন্টের উদ্বোধনী সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কে পরামর্শ দিয়েছেন, টুর্নামেন্টের উন্নতি এবং পরিবর্তন আনার জন্য ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। আজ রোববার (২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তামিম বলেন, যদি ‘অন্যরকম’ বিপিএল করতে হয়, তাহলে আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। শুধু কনসার্টের মতো অনুষ্ঠান নয়, ক্রিকেটের উন্নতির জন্য টুর্নামেন্টে বিনিয়োগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবেই আমরা বলতে পারব যে, এই বিপিএল সত্যিই নতুন ধরনের।
এবারের বিপিএলে কনসার্ট আয়োজনে কয়েকটি জেলায় লাখো টাকা খরচ হয়েছে। ঢাকায় পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্টে খরচ হয়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা, অথচ বিপিএল চ্যাম্পিয়ন দলকে দেয়া হচ্ছে মাত্র ২ কোটি টাকা পুরস্কার।
এ বিষয়ে তামিম জানান, কনসার্ট আগেও হয়েছে, এখনো হচ্ছে, তবে আমি মনে করি, টুর্নামেন্টে যদি পরিবর্তন আনা হয়, তাহলে ক্রিকেটে বিনিয়োগ করা জরুরি।
তামিম তার দলের খেলোয়াড়দের সম্পর্কে জানান, ফরচুন বরিশাল এবারের বিপিএলে দেশিয় তারকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে। তার সঙ্গে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও রিশাদ হোসেন। আগামীকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে ওপেনিং করবেন তিনি এবং শান্ত।