প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ন
পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেট নিয়েছে দক্ষিন আফ্রিকার দুই পেসার ড্যান প্যাটারসন ও করবিন বশ। প্যাটারসন ৫ উইকেট এবং বশ তুলে নিয়েছে ৪ উইকেট। এদিকে টেম্বা বাভুমার দল পিছিয়ে ১২৯ রানে।
বিনা উইকেটে ৩৬ রান করা পাকিস্তান স্কোরবোর্ডে ৫৬ রান তুলতেই হারায় ৪ উইকেট। শান মাসুদের পর একে একে আউট হন সাইম (১৭), বাবর (৪) ও সৌদ শাকিল (১৪)। ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টে না থাকা বাবর আজ দলে ফিরে আবারও ব্যর্থ হয়েছেন। এ নিয়ে টেস্টে টানা ১৯ ইনিংস ফিফটিহীন থাকলেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান।
তবে চতুর্থ উইকেটের পতনের পর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে পাকিস্তানের হাল ধরেন কামরান। গড়েন ৮১ রানের জুটি। কামরান ৫৪ রান করে আউট হওয়ার পর আবার ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। শান মাসুদের দল শেষ ৬ উইকেট হারায় ৭৪ রানে, যেখানে শেষ উইকেট জুটিতেই আসে ২২ রান।
শেষ বিকেলে পাকিস্তান তুলে নিয়েছে টনি ডি জর্জি, রায়ান রিকেলটন ও ট্রিস্তান স্টাবসের উইকেট। ৪৭ রানে অপরাজিত আছেন এইডেন মার্করাম, ৪ রানে বাভুমা। খুররম শেহজাদ নিয়েছেন ২ উইকেট।